জাতীয়
আতিথেয়তায় মুগ্ধ সুষমা

ওমেন আই:ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিনদিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। শুক্রবার দুপুরে তিনি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম-সচিব সৈয়দ আকবর উদ্দিন বলেন, “এই সফর ইতিবাচক। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ ভারত। এই সফর দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সহায়তা করবে।”
তিনি বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের প্রতি সব সময়েই ভারতের শ্রদ্ধা আছে।”
ঢাকা ২৮ জুন (ওমেন আই) // এলএইচ//