রাজনীতি
এতিমদে সঙ্গে খালেদার ইফতার

ওমেন আই:প্রতি বছরে মতো এবারও পবিত্র মাহে রমজানের ইফতারে অংশগ্রহণের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই ধারাহিকতায় সোমবার পহেলা রমজানে রাজধানীর লেডিস ক্লাবে এতিম ও আলেম ওলামাদের সঙ্গে ইফতার করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া রমজানের প্রায় প্রতিটি ইফতারে কারো না কারো সম্মানে অংশ নিবেন। এমনকি কিছু কিছু ইফতার নিজের উদ্যোগে অন্যের সম্মানার্তে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তাদের প্রত্যেকের সঙ্গে মতবিনিময় করেন বেগম জিয়া।
ঢাকা ১ জুলাই (ওমেন আই) // এলএইচ//