রাজনীতি
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিও গ্রেফতার

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরীকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিও গ্রেফতার
শনিবার বেলা আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাদের রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হযেছে।
এর আগে গত ৬ ডিসেম্বর ভোররাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়াকে গ্রেফতার করে করে গোয়েন্দা পুলিশ।
তার আগে গত ১৭ নভেম্বর গ্রেফতার হন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব।