ল্যাপটপ থেকে সাবধান!

ওমেন আই: ল্যাপটপ ব্যবহারকারীরা সাবধান! ল্যাপটপ কোলের ওপর বা শরীরের কাছাকাছি রাখলে তা স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতির কোনো কারণ হয়ে দাড়াতে পারে। সম্প্রতি গবেষণা থেকে এটাই জানা গেছে।
সাম্প্রতিক এক গবেষণার ফল বলছে, ওয়াই-ফাই প্রযুক্তির ল্যাপটপ ব্যবহারে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। এছাড়া ল্যাপটপ ব্যবহারে যে গরম তৈরি হয় তাতে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে এবং তার সঙ্গে যদি ওয়াই-ফাই সিগন্যাল থাকে ল্যাপটপে তবে ক্ষতিকর প্রভাবের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। এর ফলে ক্যানসার, ত্বকের সমস্যা এবং এ ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
গবেষকদের মতে, ওয়াই-ফাই প্রযুক্তি থেকে যে ইলেকট্রো ম্যাগনেটিক তেজস্ক্রিয়া সৃষ্টি হয় এবং মানব শরীরে আসে এবং তার প্রভাবে ত্বকের বেশ কিছু পরিবর্তন হয় যেগুলো দীর্ঘস্থায়ী।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে, ওয়াই-ফাই সিগনাল শরীরের ওপর যে প্রভাব ফেলে তাতে সরাসরি দেহ কোষের ক্ষতি হয় এবং জেনেটিক কোডেও পরিবর্তন করতে পারে। সূত্র: বিজনেস ইনসাইডার।
ঢাকা ১৬ জুলাই (ওমেন আই) //এলএইচ//