জাতীয়
গাইবান্ধায় ৪ বাসে আগুন, ৪০টি গাড়ি ভাঙচুর

ওমেন আই:
গাইবান্ধার পলাশবাড়ীতে চারটি বাসে আগুন দেয়াসহ ২০টি বাস ভাঙচুর ও মহেশপুর ও ড্রিমল্যান্ড এলাকায় ২০টি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পলাশবাড়ির ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় দুপুরে অবরোধ চলাকালে চারটি যাত্রীবাহীবাসে আগুন দেয় পিকেটাররা। এ সময় পলাশবাড়ী সীমান্তে অন্তত ২০ গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে।
এর আগে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়ার সময় মহেশপুর ও ড্রিমল্যান্ড এলাকায় যানবাহনে হামলা ও ২০টি গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এখানেও যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।