রাজনীতি
পেশাজীবীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

ওমেনআই: পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার, প্রকৌশলী, কবি-সাহিত্যিক, খেলোয়াড়, নাট্যব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা অংশ নেন।
ইফতারের প্রায় একঘণ্টা আগেই এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো অনুষ্ঠান প্যান্ডেল ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিমিয় করেন তিনি।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
// ঢাকা, ১৯ জুলাই (ওমেন আই)//এলএইচ//