অপরাধ
অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ওমেন আই:মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪০ বছর বয়সী এই নারী কোনো যানবাহনের চাপায় প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকায় পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, সড়কের পাশে অজ্ঞাত ওই নারীর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়া অথবা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় কোনো গাড়িচাপায় ওই নারী প্রাণ হারান।
ঢাকা, ২২ জুলাই (ওমেন আই)//এলএইচ//