জাতীয়
তসলিমা ফের ভারতে রেসিডেন্ট পারমিট পেয়েছেন

ওমেন আই:তসলিমা নাসরিন ভারতে বসবাসের জন্য ফের রেসিডেন্ট পারমিট পেয়েছেন বলে জানিয়েছেন।
শনিবার রাতে এনডিটিভিকে তিনি বলেন,আমি খুবই খুশি। আমাকে এ দেশে বসবাসের অনুমতি দেয়ায় সরকারের প্রতি আমি কৃতজ্ঞ।
এর আগে দুপুরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে দেশটিতে দীর্ঘ দিন বসবাসের অনুমতি চান তিনি।
২০০৪ সালে ভারত রেসিডেন্ট পারমিট ভিসা দেয় তসলিমাকে। প্রথমে ছয় মাসের এবং পরবর্তী সময় এক বছর করে এ পারমিট দেয়া হতো।
সম্প্রতি এই সুবিধা বাতিল করে তার ভিসার মেয়াদ দুই
ঢাকা, ৩ আগষ্ট (ওমেন আই)//এলএইচ/