খালেদাকে দাওয়াত শনিবার

ওমেন আই: ২৭ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এজন্য দাওয়াত পর্বের কর্মযজ্ঞ চালাচ্ছেন টাইগার সেনাপতি।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ জানান মুশফিক। শুক্রবার বিকেলে দাওয়াত পৌঁছানোর কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও। শনিবার রাতে বেগম জিয়াকে দাওয়াত দেবেন মুশফিক।
মুশফিকের বিয়ের দাওয়াত নিয়ে জানতে চাইলে তার বাবা মাহবুব বলেন, ‘শুক্রবার নয়, শনিবার রাত ১০টায় ছেলেকে নিয়ে দাওয়াত দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবো আমরা।’
২০১৩ সালের ২৭ অক্টোবরে জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকার সঙ্গে আংটি বদল করেন অধিনায়ক মুশফিকুর রহিম। রামপুরায় কনের বাড়িতে আংটি বদল অনুষ্ঠান সম্পন্ন হয়। মুশফিকের বাগদত্তা জান্নাতুল ফেরদৌস মণ্ডি প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার তিন মেয়ের মধ্যে মণ্ডি দ্বিতীয়।
ঢাকা, ৯ আগস্ট (ওমেন আই)//এলএইচ/