রাজনীতি
খালেদার সঙ্গে বৈঠক করেছেন কুয়েতের রাষ্ট্রদূত

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইবরাহিম এস আল-দাফিরি বৈঠক করেছেন।
শনিবার রাত সাতটা পঞ্চান্ন মিনিটে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এই বৈঠক শুরু হয়। শেষ রাত সোয়া ৯টায়।
দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।