জাতীয়
রাজধানীতে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

ওমেন আই:রাজধানীর উত্তরায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরার ৪ নম্বর সেক্টরের আপন জুয়েলার্সের সামনের রাস্তা থেকে শুক্রবার রাত আড়াইটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, সম্ভবত শুক্রবার রাত ১টার দিকে গাড়িচাপায় তিনি নিহত হন।
এ সময় তার পরনে ছিল বেগুনি রংয়ের সালোয়ার-কামিজ।
ঢাকা, ১৬ অাগস্ট (ওমেন অাই)/এলএইচ/