খালেদা-ছাত্রদলের বৈঠক ২৪ আগস্ট

ওমেনঅাই: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের সহযোগি সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বৈঠক মুলবি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট এ বৈঠক আবার অনুষ্ঠিত হবে।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাত ৮টা ৫০ মিনিট থেকে শুরু করে ৪ ঘন্টা ব্যাপী বৈঠক করেন খালেদা জিয়া।
অনানুষ্ঠিানিক এ বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ সংগঠনের প্রায় ১৩০ জন নেতা।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন সিনিয়র নেতাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত এক ছাত্র নেতা বলেন, ‘আমরা ম্যাডামের সংঙ্গে মতবিনিময় করেছি। তিনি আমাদের বক্তব্য শুনেছেন। এ সময় ছাত্রদলের ৪০ জন নেতা বক্তব্য দেন। আজেকের (বুধবার) মতো বৈঠক মুলবি করা হয়েছে। আগামী ২৪ আগস্ট আবার বৈঠক বসবে
ঢাকা,২১ অাগস্ট (ওমেনআই)/এলএইচ/