শিল্প-সংস্কৃতি
‘আমার আমি’তে ন্যান্সি-জায়েদ

ওমেনঅাই: বাংলাভিশনের সেলিব্রেটি টক শো ‘আমার আমি’তে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ জামান জায়েদ। ইতোমধ্যে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত ঘটনা প্রসঙ্গে কথা বলেছেন ন্যান্সি এবং তার স্বামী।
এ ছাড়া ব্যক্তি জীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এ দম্পতি।
রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্ব প্রচার হবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
ঢাকা, ২৯ অাগস্ট (ওমেনঅাই)/এলএইচ/