ভারতে পাচারকালে ৫ নারী উদ্ধার

ওমেনঅাই: সাতক্ষীরায় ভারতে পাচারকালে পাঁচ নারীকে উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের বৈচনা এলাকায় অবস্থিত কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের বাগানবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক তিন পাচারকারী হলেন- সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জাকির হোসেন (৩৫), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের রুপচাদ বিশ্বাসের ছেলে আব্দুল গফফার (৫০) ও গোপালগঞ্জ জেলার আবুল বাসার মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৪)।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন জানান, দেশের বিভিন্ন স্থান থেকে ভারতে পাচারের উদ্দেশে পাঁচ নারীকে বৈচনা এলাকার বাগানবাড়িতে এনে রাখা হয়। গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন পাচারকারীকে আটক করে। সেখান থেকে উদ্ধার করা পাঁচ নারীকে বেসরকারি সিডাব্লিউসিএস নামে একটি
বেসবেসরকারি সিডাব্লিউসিএস নামে একটি সংগঠনের সেল্টার হোমে পাঠানো হয়। আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা, ৩০ অাগস্ট (ওমেনঅাই)/এলএইচ/