শান্তিনিকেতনে যৌন নির্যাতনের শিকার ছাত্রী

ওমেনঅাই:শান্তিনিকেতনের এক ছাত্রী সন্ধ্যায় যৌন নির্যাতনের শিকার হওয়ায় ছাত্রীদের চলাচলে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
খুব শিগগিরই এ সংক্রান্ত একটি সার্কুলারও জারি হতে পারে বলে জানা গেছে। বিশ্বভারতীর ছাত্রকল্যাণ কর্মকর্তা হরিশচন্দ্র মিশ্র বলেছেন, ‘নিরাপত্তার জন্য নির্দেশিকা বানানো হচ্ছে।’
তিনি আরো জানান, পোস্ট অফিস মোড়ে বিশ্বভারতীর এক ছাত্রীর যৌন হয়রানির ঘটনার পর এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
এদিকে অভিযুক্ত ছাত্রদের আটক ও তাদের হোস্টেলে তল্লাশী চালিয়ে একটি ক্যামেরা ছাড়া কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত ক্যামেরাটিতেও কোনো মেমোরি কার্ড ছিল না। ফলে কোনো তথ্যই এখনো হাতে আসেনি পুলিশের।
বিশ্বভারতী ক্যাম্পাসের অরশ্রী মার্কেট এলাকার কলাসঙ্গীত বয়েজ হোস্টেলের ১১ নম্বর কক্ষে থাকতেন অভিযুক্ত তিন ছাত্র।
পুলিশের হাতে আটক ছাত্রদের অভিভাবকদেরও তার সন্তানের কৃতকর্মের বিষয়টা জানিয়ে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
এদিকে যৌন নির্যাতনের ঘটনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়া সিকিম ফিরে যাওয়া ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য শান্তিনিকেতন ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছে পুলিশ।
গত ৮ আগস্ট শান্তিনিকেতন পোস্ট অফিস মোড় থেকে এক ছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যৌন হেনস্থা করে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ তিন ছাত্র। ছাত্রীর আপত্তিকর ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল শুরু করে তারা।
ঢাকা, ২ সেপ্টম্বর (ওমেনঅাই)/এস এল/