রাজনীতি
হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া

ওমেনঅাই:জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওয়ানা দিয়ে আদালতে কাছে পৌঁছে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার দুপুর ১২ টায় খালেদা জিয়া আদালতের উদ্দেশ্যে বাসভবন ছাড়েন।
ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই মামলার বিচারকাজ পরিচালিত হবে।
এ দুটি মামলায় গত ২০ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ঢাকা, ৩ সেপ্টম্বর (ওমেনঅাই)/এস এল/