ছেলের লাঠির অাঘাতে মায়ের মৃত্যু

ওমেনঅাই:দিনাজপুরের বিরল উপজেলায় দু’ভাইয়ের মারপিট ঠেকাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে দু’ভাই।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিরল উপজেলার শহরগ্রাম ইউপির নরসিংপাড়া গ্রামের মৃত খতিব উদ্দীনের তিন ছেলের মোজাম্মেল হক, নূরুল ও দেলোয়ার ওরফে দেলো। এদের দু’ভাই নূরুল ও দেলোর মধ্যে শুক্রবার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারপিট শুরু হয়। এ সময় তাদের মা নুরী বেগম (৫০) ঘটনা দেখে থাকতে না পেরে মারপিট থামাতে যান। এরই মধ্যে দু’ভাইয়ের লাঠির আঘাত লাগে মায়ের মাথায়। এতে ঘটনাস্থলেই মারা যান মা নূরী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢাকা, ৬ সেপ্টেম্বর (ওমেনআই)/এসএল/