সারাদেশ
মালিবাগে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ২

ওমেনঅাই:রাজধানীর মালিবাগে তেলের লরির ধাক্কায় নারীসহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
চৌধুরীপাড়ার সাউথ পয়েন্ট স্কুলের সামনে রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নূরজাহান বেগম (৩৪) ও মো. মাসুদ (২৭)।
নূরজাহান বেগম আগারগাঁও নির্বাচন আফিসে চাকরি করেন এবং তার ননাসের ছেলে মাসুদ ব্যবসা করেন। তারা বাসাবো সবুজবাগের বাসায় থাকেন বলে জানান নূরজাহানের বোন নাজনিন আক্তার।
প্রত্যক্ষদর্শী মো. খলিল ও মো. সেলিম জানান, তেলের লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লরির হেলপার ও চালককে আটক করে থানায় পাঠানো হয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর (ওমেনআই)/এসএল/