সায়মা জনস্বাস্থ্যে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন

এ ওমেনঅাই: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এ বছরের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ‘অ্যাওয়ার্ড ফর অ্যাকসিলেন্স অন পাবলিক হেলথ’ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রীর মেয়ে শেখ সায়মা ওয়াজেদ হোসেন।
সোমবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন।
নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার ও অটিজম বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সায়মাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। বিশ্ব সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং ১০ সেপ্টেম্বর তার হাতে এ পুরস্কার তুলে দেবেন।
নাসিম বলেন, মালদ্বীপ বাংলাদেশ থেকে আরও চিকিৎসক ও ওষুধ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে শিগগিরই মালদ্বীপের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হবে।
ঢাকা, ৮ সেপ্টেম্বর (ওমেনআই)/এসএল/