বাঘ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

ওমেনআই:জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা তৈরি, বনভূমি ধ্বংস এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের চাপে বাঘের প্রাকৃতিক আবাসস্থল দিন দিন কমে আসছে। অবস্থার উত্তরণে বাঘ সংরক্ষণে সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে।
রোববার দ্বিতীয় বিশ্ব বাঘ স্টকটেকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১শ’ বছরে বাঘের সংখ্যা ১ লাখ থেকে কমে ৩ হাজার ৭শ’ তে এসে দাঁড়িয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিলুপ্তপ্রায় এই অনিন্দ সুন্দর প্রাণীর বৃদ্ধি, সংরক্ষণ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে এবারের সম্মেলন তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, আমার প্রত্যাশা, বাংলাদেশসহ বাঘ-অধ্যুষিত সব দেশে বাঘ সংরক্ষণে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গ্লোবাল টাইগার রিকভারি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বাঘ-অধ্যুষিত দেশসমূহের প্রতিনিধি এবং গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ-এর সদস্যরা এ সম্মেলনে অংশ নিয়েছেন।
৩ দিনব্যাপী এ সম্মেলনে ১৩টি বাঘ অধ্যুষিত দেশের প্রতিনিধিসহ ২০টি দেশের ১৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। গ্লোবাল টাইগার ফোরামের প্রথম সাধারণ সম্মেলন ২০০০ সালে ঢাকাতেই অনুষ্ঠিত হয়েছিল।
ঢাকা, ১৪ সেপ্টম্বর (ওমেনআই)/এসএল/