রাজনীতি
বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ওমেনআই: বাংলাদেশকে একটি গতিশীল ও বিকাশমান অর্থনীতি হিসেবে গড়ে তোলায় অংশ নেয়ার জন্য দাতাদের এগিয়ে আসতে হবে।
বুধবার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে বিনিয়োগ বোর্ড আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগকারী ফোরাম-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাতাদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেছেন, আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ আকর্ষণকে আরও বিনিয়োগ বান্ধব ও সহজতর করতে বদ্ধপরিকর।
আমার বিশ্বাস, এই ফোরামের সফলতা এই অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ প্রবৃদ্ধিকে বেগবান করতে বিশেষ অবদান রাখবে।
ঢাকা, ১৭ সেপ্টম্বর (ওমেনআই)/এলএইচ/