জাতীয়
ঢাকার কেরানীগঞ্জে বাবা-মা ও দুই শিশুর লাশ উদ্ধার

ওমেনআই: ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে একই পরিবারের চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন জানান, বুধবার সকালে কদমপুর এলাকার ছয়তলা একটি ভবনের চতুর্থ তলা থেকে ওই চারজনের লাশ উদ্ধার করা হয়।
তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।তিনি বলেন, লাশগুলোর হাত ও মুখ বাঁধা ছিল। সম্ভবত দুইদিন আগে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর (ওমেনআই)/এসএল/