জাতীয়
সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ নিহত ২

ওমেন আই:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে দুইজন নিহত হয়েছেন।সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ নিহত ২
তারা হলেন- আল মাহমুদ (২০) ও মনসুর আলী।
পুলিশ বলছে, ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক যুদ্ধে তারা নিহত হয়েছেন। তবে পরিবারের দাবি, তাদের গুলি করে হত্যা করা হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম সমকালকে জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বানিয়াগতিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে দুইজন মারা গেছেন।
নিহতের স্বজনদের দাবি, অবরোধের সমর্থনে পিকেটিংকালে পুলিশ গুলি করে তাদের হত্যা করেছে।