সারাদেশ
শাওনের ‘অনিশ্চিত মেঘেদের যাত্রা’

ওমেনআই:আসছে ১৩ নভেম্বর জনপ্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন। আর এ জন্মদিন উপলক্ষে মেহের আফরোজ শাওন নির্মাণ করেছেন একটি একক নাটক। নাটকটির নাম ‘অনিশ্চিত মেঘেদের যাত্রা’। হুমায়ূন আহমেদের ‘জুয়া’ গল্পটি অবলম্বনে এ নাটকটি নির্মাণ করা হয়েছে।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সৈয়দ হাসান ইমাম, শবনম ফারিয়া, ফারাবি প্রমুখ। সম্প্রতি মুন্সিগঞ্জের দীঘির পার এলাকায় নাটকটির শুটিং হয়েছে।
শাওন বলেন, ‘নাটকটি হুমায়ূন আহমেদের জন্মদিনে চ্যানেল আইতে প্রচার হবে। নাটকটি সবার ভালো লাগবে। আমি চেষ্টা করেছি ভালো একটা নাটক নির্মাণের। দর্শক বিচার করবেন কেমন হয়েছে।’
ঢাকা, ২৬ অক্টোবর (ওমেনআই) /এসএল/