রাজনীতি
নির্ধারিত দিনে নির্বাচন হবে: আওয়ামী লীগের প্রতিক্রিয়া

ওমেন আই:
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে রবিবার থেকে মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দেয়ার পর দলের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেন, আমরা আশা করব বিরোধীদল হরতাল, অবরোধের নামে মানুষ হত্যা বন্ধ করে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসবেন। এই সরকারের আমলে যে কয়টি নির্বাচন হয়েছে তা নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং আগামী সংসদ নির্বাচনও সুষ্ঠ হবে।
তিনি বলেন, জনগণের ভোটাধিকারসহ অন্যান্য মৌলিক অধিকার ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু বর্তমান সরকারের সময় সব নির্বাচন সুষ্ঠ হচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারের কোন প্রয়োজন নেই। আগামী ৫ জানুয়ারি নির্ধারিত দিনে দশম জাতীয় র্ন্বিাচন অনুষ্ঠিত হবে।