জাতীয়
গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ওমেনআই:দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মোছা. কোহিনুর বেগম (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার খলিলপুর মোল্লা পাড়া গ্রামের নিজ ঘর থেকে রবিবার সকাল ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। কোহিনুর বেগম ওই গ্রামের মো. মজিবর রহমানের স্ত্রী।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য হাসপাতালে পাঠান হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
ঢাকা, ২৬ অক্টোবর (ওমেনআই) /এসএল/