অপরাধ
স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

ওমেনআই:চট্টগ্রামে স্বামীর ওপর অভিমান করে হোসনে আরা (১৮) নামে এক পোশাককর্মী আত্মহত্যা করেছেন।
নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় হাজী নুরন্নবী কলোনিতে শনিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি রাঙ্গামাটির বাঘাইছড়ি থানার ধুপছড়ি গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, হোসনে আরা স্বামীর ওপর অভিমান করে বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় হোসনে আরাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ২৬ অক্টোবর (ওমেনআই) /এসএল/