জাতীয়
চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাটিকে স্বীকৃতি

ওমেনআই:চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুর্যোগপূর্ণ অবস্থায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য জহুরুল হক ঘাঁটিকে ‘ন্যাশনাল ফ্লাগ’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে পৌঁছান তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জহুরুল হক ঘাটিকে পুরষ্কার তুলে দেন।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নগর পুলিশ।
বিমানবন্দর এলাকাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নগর পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা।
ঢাকা, ৮ নভেম্বর (ওমেনঅাই)/এসএল/