রাজনীতি
রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ

ওমেনআই: ৭ নভেম্বর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগরীর থানা, জেলা ও থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশের অনুমতি না দেওয়ায় আগামীকাল (রবিবার) মহানগরীর থানা, সারাদেশের জেলা ও থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
ঢাকা, ৮ নভেম্বর (ওমেনঅাই)/এসএল/