‘মেক্সিকোর নিখোঁজ ৪৩ শিক্ষার্থীর লাশ পোড়ানো হয়’

ওমেনআই:মেক্সিকোর নিখোঁজ ৪৩ শিক্ষার্থীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিরা।
মেক্সিকান এ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আটক ওই তিন ব্যক্তির দাবি- ওই শিক্ষার্থীদের পুলিশই তাদের হাতে তুলে দিয়েছিল।
তারা জানান, ওই শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন দমবন্ধ হয়ে মারা গিয়েছিল। বাকিদের তারা গুলি করে হত্যা করে। এরপর লাশগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মুরিলো জানান, পেট্রোল, টায়ার, কাঠ ও প্লাস্টিক দিয়ে ধরিয়ে দেওয়া ওই আগুন ১৪ ঘণ্টা পর্যন্ত জ্বলছিল বলে আটকরা জানিয়েছে।
এ ঘটনা স্তব্ধ করে দেয় পুরো মেক্সিকোকে। নিখোঁজদের উদ্ধারের দাবিতে চলতে থাকে আন্দোলন। সমালোচনার মুখে পড়েন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। গত শুক্রবার তিনি এই ‘ভয়াবহ অপরাধ’ এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার অঙ্গীকার করেন।
মেক্সিকোর আয়োতজিনাপা জেলার একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষার্থীরা চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ ও তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ইগুয়ালা যায়। ওই রাতেই পুলিশ তাদের থামিয়ে ৬ জনকে গুলি করে হত্যা করে। নিখোঁজ হয় ৪৩ শিক্ষার্থী।
ঢাকা, ৮ নভেম্বর (ওমেনঅাই)/এসএল/