জাতীয়
রাজধানীর আদাবরে গৃহবধূর আত্মহত্যা

ওমেনআই:রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় উম্মে কুলসুম স্নিগ্ধা (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
গৃহবধূ স্নিগ্ধার বাড়ি পবনার ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামে। তার স্বামীর নাম মুজাদ্দেক করীম শিমুল। আদাবর শেখেরটেকের ৩ নম্বর রোডের ৩৮ নম্বর ভাড়া বাসায় শনিবার রাতে এ আত্মহত্যার ঘটে।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দীক জানান, শিমুল-স্নিগ্ধা দম্পতির ১৫ মাস বয়সী একটি মেয়ে আছে। মেয়েকে খাওয়ানো নিয়ে শনিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই এসআই।
ঢাকা, ৮ নভেম্বর (বাংলানিউজ১৬)/এলএইচ/
ঢাকা, ৮ নভেম্বর (ওমেনঅাই)/এসএল/