আন্তর্জাতিক
একই গ্রামে শতাধিক নারী কোটিপতি

ওমেন আই:
এমন অনেক গ্রাম রয়েছে যেখানে একজন কোটিপতি পাওয়া কঠিন। গ্রাম খুঁজে কোন কোটিপতি পাওয়া গেলেও সব সময় ঐ ব্যক্তিটি একজন পুরুষই হয়ে থাকেন। তবে সবাইকে চমকে দেয়ার মতো একটি গ্রামের সন্ধান পাওয়া গেছে গুজরাটে। ভারতের গুজরাট রাজ্যের এক গ্রামেই রয়েছেন ১১৭ জন কোটিপতি নারী।
গুজরাটের আহমেদাবাদ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের খোরাজ নামের ঐ গ্রামে মোট কোটিপতির সংখ্যা ৪০০ জন। সম্প্রতি গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন (জিআইডিসি) বড় অঙ্কের ক্ষতিপূরণ গ্রামবাসীর মধ্যে ভাগ করে দিয়েছে। এতেই গ্রামের গড়পড়তা সাধারণ মানুষের সামগ্রিক অর্থনৈতিক পরিবর্তন আসে। জিআইডিসি গ্রামবাসীর জমির জন্য ৮৫০ কোটি রুপি দিয়েছে। অনেক জমির মালিক হচ্ছেন নারী। ফলে ১১