স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

ওমেনআই:নারায়ণগঞ্জের আলোচিত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস জেনি হত্যা মামলায় স্বামী বদরুল আলম বাদশা ওরফে বদিউজ্জামান বাদশাকে মৃত্যুদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
সোমবার সকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক লুৎফা বেগম এ রায় দেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত বাদশা পলাতক ছিল।
বাদশা নারায়ণগঞ্জ শহরের নলুয়া রোডের বজলুর রহমান ওরফে কাজল মিয়ার পুত্র।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ রকিব চৌধুরী। হত্যা মামলায় ২২ জন সাক্ষ্য প্রদান করেছেন যার মধ্যে ১৫ জন ছিলেন প্রত্যক্ষদর্শী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৯ জানুয়ারী যৌতুকের দাবিতে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জেনিকে গলাটিপে শ্বাসরোধের মাধ্যমে হত্যার অভিযোগ ওঠে স্বামী বদরুল আলম বাদশার বিরুদ্ধে। ওই ঘটনায় নিহতের পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে বাদশা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছে।
ঢাকা, ১০ নভেম্বর (ওমেনঅাই)/এসএল/