৩টি রেজিমেন্টকে স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান

ওমেনআই: সেনাবাহিনীর ৩টি রেজিমেন্টকে স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান ও উন্নয়ন কাজ উদ্বোধনে চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী চট্টগ্রামে সিডিএর নির্মাণাধীন সর্ববৃহৎ ফ্লাইওভার প্রকল্প মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪, ৩৬ এবং ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে জনসেবা ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান করবেন।
এসময় সেনাবাহিনীর ওই ৩ ব্যাটেলিয়নের অধিনায়কদের হাতে জাতীয় পতাকা তুলে দেবেন তিনি। সেনাবাহিনীর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুপুর ১টায় মুরাদপুরে ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
২০১২ সালে ফ্লাইওভারটির ভিত্তি প্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা, ১২ নভেম্বর (ওমেনঅাই)/এসএল/