মিডিয়া
বলিউডের কিং-কুইনদের বড় দিনের শুভেচ্ছা

ওমেন আই :
অনলাইন সংবাদ মাধ্যম আইবিএন লাইভ একটি ভিডিও শেয়ার করে ‘মেরি ক্রিসমাস’ শিরোনামে। যেখানে বলিউডের কিং খান শাহরুখ তার সকল ভক্তদের বড়দিনের ও আগাম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।শাহরুখের পর ভিডিওতে দেখা যায় জন আব্রাহামকে। তিনিও সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং আগাম ইংরেজি নববর্ষের জন্য ভালবাসা জানান। আব্রাহাম একটু মজা করে তার ভক্তদের কম মদ্যপান করার জন্য বলেন থার্টি ফাস্টের রাতে। Bipasha basu
এরপর ভিডিওতে বড়দিনের শুভেচ্ছা জানান শিল্পা শেঠি ও বিপাশা বসু। বিপাশা বসু আইবিএন এর সূত্রে তার সব ভক্তদের অনেক অনেক ভালবাসা আর শুভেচ্ছা জানান বড় দিন উপলক্ষে। আসছে নতুন বছরের জন্যও সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানান। তার ভক্তদের ২০১৪ বছরটি খুব ভাল কাটে এই আশাও ব্যক্ত করেন এই বলিউড কুইন।