চকবাজারে সবাইকে অজ্ঞান করে লুট করল গৃহকর্মী!

ওমেনআই:রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় বাসার ১০ জনকে অচেতন করে টাকা ও সোনার অলঙ্কার নিয়ে ভেগেছে বাসার গৃহকর্মী। সোমবার রাতে এই লুটের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তাদেরকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অচেতন ব্যক্তিরা হলেন- গৃহকর্তী আনোয়ারা বেগম (৫০), ইয়াসিন (১২), হামীম (৯), ইসমা (৩০), সালমা আক্তার (১৫), নিরাপত্তাকর্মী আবদুল হালিম (৫০), পান্নী (৩৫) ও কামরুল (৩০)।
অচেতন আনোয়ারা বেগমের স্বামী হাজী মো. তাজ উদ্দিন বলেন, গত সোমবার রাত ১০ টার দিকে পুরান ঢাকার চকবাজার থানার জয়নব রোডের ২১/২২ নম্বর বাড়ির গৃহকর্মী স্বপ্না বেগম (৪০) তাদের রাতের খাবার দেয়।
ওই খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়েন। ওই সময়ে হাজী তাজ উদ্দিন বাসায় না থাকায় তিনি রক্ষা পান। সুযোগবুঝে গৃহকর্মী স্বপ্না ঘর থেকে সোনার চেইন ও নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তবে কি পরিমাণ টাকায় পয়সা ও সোনর অলঙ্কার খোয়া গেছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি হাজী তাজ উদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঢাকা, ১৮ নভেম্বর (ওমেনআই)/এসএল/