শিক্ষা
প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

ওমেনআই:সারাদেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে।
দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। এর মধ্যে প্রাথমিকে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ ও ইবতেদায়ীতে ৩ লাখ ৫ হাজার ৭২১ জন।
পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে।
এবার পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২১১ জন বেশী। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ছাত্র ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন, ছাত্রী ১৫ লাখ ৬ হাজার ৪৬৫ জন।
ইবতেদায়ীতে ছাত্র ১ লাখ ৫৭ হাজার ৫৪৮ জন ও ছাত্রী ১ লাখ ৪৮ হাজার ২৭৩ জন।
ঢাকা, ২৩ নভেম্বর (ওমেনআই)/এসএল/