ধন্যবাদ দিন ফেসবুকে ভিডিওতে

ওমেনআই:ফেসবুকে বন্ধুরা নানা বিষয়ে একে অপরকে উইশ করে, ধন্যবাদ জানায়। ব্যবহারকারী মাত্রই জানেন লেখা, ইমো বা ছবির মাধ্যমে ধন্যবাদ জানানো যায়। এবার সে সব রীতি পুরনো হয়ে গেল। ধন্যবাদ দেওয়ার নতুন পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন পুরানো ফটো ও পোস্ট। যা মুহূর্তে আপনাদের নস্টালজিক করে তুলবে।
স্থির চিত্রের পর ফেসবুকে এসেছে ভিডিও ব্যবহারে করে ধন্যবাদ জানানোর অভিনব অপশন। যা ইতোমধ্যে অনেকে ফেসবুকে দেখেছেন। ফেসবুকের টুলের সাহায্যেই ‘সে থ্যাঙ্কস’ ভিডিও বানানো সম্ভব। এ জন্য ফেসবুকের থিম ও পুরনো পোস্ট ব্যবহার করা যাবে। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করা পুরনো পোস্ট ও ফটো কাজে লাগিয়ে এ পোস্ট করা সম্ভব।
যেভাবে বানাবেন :
১. ফেসবুকে লগইন করে লিখুন www.facebook.com/thanks
২. এরপর একজন বন্ধুর নামে ক্লিক করুন।
৩. থিম পছন্দ করুন। বন্ধু, পুরনো বন্ধু বা পরিবারের সদস্য।
৪. ভিডিওতে সংযোজনের জন্য আপনার টাইমলাইন থেকে ছবি ও পোস্ট পছন্দ করুন।
মনে রাখবেন আপনার ভিডিওর জন্য কমপক্ষে পাঁচটি ছবি বা পোস্ট সিলেক্ট করতে হবে। আপনার ভিডিও রেডি হয়ে গেলে তা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন। আপনি ও আপনার বন্ধু উভয়ই এতে ট্যাগ করা থাকবেন। আপনার ফেসবুকের ওয়ালে যদি এটি শেয়ার করতে চান তাহলে ‘পোস্ট’-এ ক্লিক করুন।
ঢাকা, ২৪ নভেম্বর (ওমেনআই)/এসএল/