ইভটিজিং মোকাবেলায় কিশোরীদের ওপর নউক এর সেমিনার

ওমেন আই:
শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের স্কুলে যাওয়া-আসার পথে ইভটিজিং মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান সমুহে ক্রীড়া ও শরীর চর্চা কার্যক্রমকে শক্তিশালীকরণ এবং কারাতেকে ক্রীড়ার অংশ হিসেবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে আলোচনার জন্য নারী উদ্যোগ কেন্দ্র ( ন্উক) আগামী শনিবার (২৮ ডিসেম্বের) ওয়াই ডবি¬ও সি এ, অডিটোরিয়াম, ৩/২৩ ইকবাল রোড়, আসাদ গেটে এক জাতীয় সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী এবং সভাপতিত্ব করবেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী। সেমিনারে উপস্থিত থেকে এ বিষয়ে মতামত দেয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নারী উদ্যোগ কেন্দ্র (নউক) একটি বেসরকারী নারী উন্নয়ন সহায়তামূলক সংগঠন। সমাজের সর্বস্তরে নারী-পূরুষের সমতা ও নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচির আওতায় নারীর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নারীর শারীরিক এবং মানবিক বিকাশে তথা নারীর ক্ষতায়নের লক্ষ্যে খেলাধুলা, শরীর চর্চা আত্মরক্ষার কৌশল (কারাতে) প্রশিক্ষণ, সরকারী শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন কর্মসূচি পরিচালনা করে আসছে।