শিক্ষা
ইবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

ওমেনআই:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফলপত্র অনুষদের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়।
‘বি’ ইউনিটের সমন্বয়কারী ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান ফল প্রকাশের বিষয়টি নিশ্চত করেছেন। সংশ্লিষ্ট অনুষদের নির্ধারিত নোটিশ বোর্ডে ফলপত্র টানানো হয়েছে বলেও তিনি জানান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.iu.ac.bd) ফল প্রকাশ করা হয়েছে।
ঢাকা, ২৫ নভেম্বর (ওমেনআই)/এসএল/