ইতালিয়ান খাবার এবার উত্তরায়

ওমেনআই:ইতালিয়ান খাবারের পসরা নিয়ে যাত্রা করলো রেস্টুরেন্ট ‘ভিনি ভিডি ভিসি’। নভেম্বর উত্তরায় রেস্টুরেন্টটি চালু হয়। এ উপলক্ষে রেস্টুরেন্টটির ম্যানেজিং ডিরেক্টর জিসান খোরশেদ বলেন, ‘দেশে ইতালিয়ান খাবার বলতে শুধু পিৎজা আর পাস্তাকে বোঝায়। কিন্তু আমরা সেই ধারণা থেকে বেরিয়ে এসেছি। এখানে অনেক রকমের পিৎজা ও পাস্তার পাশাপাশি ইতালির মজাদার সব খাবার পাওয়া যাবে।’
নানা স্বাদের পিৎজার মধ্যে মার্গারেটা, নেপোলিতান, পেপারোনি, প্রোভোলা পাটাটা, অর্তোলানা ও পিৎজা কন ভার্ডুরা, মেইস, পিৎজা অল পলো, পিৎজা ক্যাপ্রিসিওসাসহ নানা রকম পিৎজা। সব ধরনের পিৎজার দাম ১৩৫০ টাকা। আরও পাবেন লাতে, ইতালিয়ান স্ট্রবেরি শরবত, মজিটো নামের তিন ধরনের পানীয়। দাম ২০০ টাকা। ডেজার্টের মধ্যে রয়েছে টিরামিসু ক্ল্যাসিকো ও চেসেকা কন সালসা প্রাগোলা। দাম ৩৫০ টাকা। ঠিকানা : বাড়ি-৪৮, রোড-৪ , সেক্টর- ৩, উত্তরা, ঢাকা
ঢাকা, ২৫ নভেম্বর (ওমেনআই)/এসএল/