অর্থনীতি
চালু হলো ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট’

ওমেনআই:নারী উদ্যোক্তাদের ব্যবসা সহায়ক সেবা দিতে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধান শাখাসহ দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ ব্যাংকের ৯টি শাখায় এ ইউনিট কাজ করবে।
রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি চিঠি তাদের সবগুলো শাখায় পাঠিয়েছে। এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের আওতায় এই নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট কাজ করবে।
শাখাগুলো হলো- মতিঝিলে অবস্থিত প্রধান কার্যালয়, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ।
এসব শাখার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসায়ীক সেবা প্রদান, তাদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, উদ্যোক্তা উন্নয়নে প্রমোশনাল কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি মনিটরিং ও তদারকি করা হবে।
ঢাকা, ০১ ডিসেম্বর (ওমেনআই)/এসএল/