জাবিতে প্রথমবর্ষে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার

ওমেনআই:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এ সাক্ষাৎকার শুরু হয়। চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ব্যবহারিক পরীক্ষা থাকায় কলা ও মানবিক অনুষদের সাক্ষাৎকার বৃহস্পতিবার শেষ হবে। এছাড়া অন্যান্য সকল অনুষদ ও ইনস্টিটিউটের সাক্ষাৎকার বুধবার পর্যন্ত চলবে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।
সাক্ষাৎকার শেষে প্রথম মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে ৮ ডিসেম্বর। এর পর আসন খালি থাকা সাপেক্ষে ৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেয়া হবে।
এদিকে মুক্তিযোদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর এবং প্রতিবন্ধী কোটা থেকে ভর্তির জন্য একই সময়ের মধ্যে অগ্রণী ব্যাংক জাবি শাখা থেকে ২০০ টাকা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করে শিক্ষা শাখায় জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময়সূচি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.juniv.edu) ও ডীন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
ঢাকা, ০১ ডিসেম্বর (ওমেনআই)/এসএল/