শীতে ত্বকের যত্নে অ্যালোভেরা

ওমেনআই:ত্বকের যত্ন নিয়ে কমবেশি প্রায় ভাবেন। আর এক্ষেত্রে প্রাকৃতিক উপাদানই বেশি প্রাধান্য পায়। কারণ প্রাকৃতিক উপাদানের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
আজকাল প্রায় প্রতিদিনই বাইরে যেতে হয় নানা প্রয়োজনে। কিন্তু বাইরে বেরুলেই ধূলা-বালি আর রোদে ত্বকের অবস্থা শোচনীয় হয়ে যায়। ব্যস্ততার কারণে পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সম্ভব হয়না। তাই জেনে নিন ত্বকের যত্নের সহজ উপায়।
ত্বকের যত্নে অ্যালোভেরা উল্লেখযোগ্য উপাদান। এটি ত্বকের যত্নে খুবই উপকারী। ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে, মসৃণ রাখতে, দাগ মুক্ত করতে এবং ব্রণের উপদ্রব কমাতে অ্যালোভেরার তুলনা কম।
বিশেষ করে যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তারা কেমিকেল ব্যবহার না করে ‘নাইট ক্রিম’ হিসেবে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করতে বাসা বা বাড়িতেই লাগাতে পারেন অ্যালোভেরা গাছ। এতে প্রতিদিন তাজা পাতা পাবেন।
অ্যালোভেরা ত্বকে লাগাতে হলে প্রথমেই মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর একটি তাজা অ্যালোভেরার ভেতরের অংশ থেকে রস সংগ্রহ করে নিন। সেই রস তুলোর সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন।
অ্যালোভেরার রস শুকিয়ে গেলে এভাবেই ঘুমিয়ে পড়তে পারেন। সারারাত অ্যালোভেরার রস ত্বকের নানা সমস্যা দূর করবে।
তবে তুলো বা সুতি কাপড় ছাড়া অন্যকিছু দিয়ে ত্বকে অ্যালোভেরা লাগানো ঠিক নয়। তাতে অ্যালার্জী হওয়ার ঝুঁকি তৈরি হয়।
অনেক সময় ত্বকে ক্ষত দেখা দেয়। এ ধরনের ক্ষতে অ্যালোভেরা ব্যবহার করলে ক্ষত স্থান দ্রুত মসৃন হয়।
তবে শুধু মুখের জন্য নয়, পুরো শরীরে ব্যবহার করা যায় অ্যালোভেরা। এক্ষেত্রে সাবধানতা হলো, অ্যালোভেরার রস ত্বকে লাগিয়ে রোদে যাওয়া যাবে না। তাতে উল্টো ত্বকের ক্ষতি হতে পারে।
ঢাকা, ০২ ডিসেম্বর (ওমেনআই)/এসএল/