চোখ ‘নষ্টকারী’ চিকিৎসক গ্রেফতার

ওমেনঅাই:ভারতে চোখের ছানির চিকিৎসা করতে গিয়ে উল্টো নষ্ট করার অভিযোগে এক চিকিৎসক ও এক দাতব্য প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।
দেশটির পুলিশ অমৃতসর থেকে শুক্রবার দাতব্য প্রতিষ্ঠানের মালিক মঞ্জিত জোসি ও অস্ত্রোপচারকারী চিকিৎসক বিবেক অরোরাকে গ্রেফতার করে।
সম্প্রতি অন্তত ৪৯ ব্যক্তির চোখের ছানি দূর করতে অস্ত্রোপচার করেছেন বলে জানান ডা. অরোরা।
ছোট অস্ত্রোপচারের পর ব্যান্ডেজ খোলা হলে অন্তত ২০ জন জানান তারা চোখে দেখতে পাচ্ছেন না। এ ছাড়া আরও ১০ জনের একটি করে চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
এ ঘটনার পর রোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।
অমৃতসরের ওই চিকিৎসা শিবিরটির প্রতিষ্ঠাতা মঞ্জিত জোসি। তারই দাতব্য প্রতিষ্ঠানের অধীনে শিবিরটি পরিচালিত হয়। আরোরা সেখানে চিকিৎসক হিসেবে কাজ করেন।
ভারতে এর আগেও এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে। সম্প্রতি দেশটিতে বন্ধ্যাত্বকরণে অস্ত্রোপচারের পর ১৫ নারীর মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচিত হয়। ওই ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা, ০৬ ডিসেম্বর (ওমেনআই)/এসএল/