জাতীয়
রাজধানীতে সাধারণ মানুষের দুর্ভোগ

ওমেন আই :
রাজধানীর আভ্যন্তরীণ রুটেও পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ। আজ সকালে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, গন্তব্যে যেতে মোড়ে মোড়ে শত শত যাত্রী ভিড় করেছে সকাল থেকে। অল্প কিছু সিএনজিচালিত অটোরিকশা চললেও চলছে না নিউম্যান হলারগুলোও। গন্তব্যে পৌঁছতে যাত্রীদের একমাত্র ভরসা রিকশা। আর বাহনের তুলনায় যাত্রী বেশি, এই অবস্থায় অস্বাভাবিক ভাড়া চাইলে রিকশাচালকরাও।
সূত্র জানায়, সরকারের অঘোষিত অবরোধ বাস্তবায়নের কাজে সমন্বয় করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মুজিবুল হক, বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।