বকশিস না দেয়ায় শিশু হত্যা

ওমেনআই: হাসপাতাল ম্যানেজারকে ২শ টাকা বকশিস না দেয়ায় নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগে হাসপাতাল ঘেরাও করেছে রোগীর স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১০টায় নরসিংদীর ভেলানগর সুপ্রীম জেনারেল হাসপাতালে এ নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনা সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতাল অবরুদ্ধ করে রাখে রোগীর স্বজন ও এলাকাবাসী। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হাসপাতালে পাওয়া যায়নি।
নবজাতকের বাবা বিশ্বজিৎ চন্দ্র দাস অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীকে হাসপাতালে আনার পর গত মঙ্গলবার অস্ত্রপাচারের মাধ্যমে আমার ছেলে সন্তান জন্ম হয়। আমার ছেলে সম্পূর্ণ সুস্থ ছিল। রোববার সকালে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার কথাও ছিল।’
হাসপাতালের ম্যানেজার উজ্বল আমার কাছে ২শ টাকা বকশিস দাবি করেছিল। টাকা না দেয়ায় শিশুটিকে ভুল পদ্ধতিতে ইনজেক্শন দেয়া হয়। এর কিছুক্ষণ পরেই আমার ছেলের মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত উজ্বল এবং হাসপাতালের আরেক ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ।
ঢাকা, ৭ ডিসেম্বর (ওমেনআই)/এসএল/