ভর্তি আবেদনের সময় বাড়লো


আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
সার্বিক তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.ac.bd) জানা যাবে।
পূর্বের বছরের মতো এবছর ভর্তি পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর শনিবার বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে বিভিন্ন অনুষদে ভর্তি করানো হবে।
আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৪ জানুয়ারির পরিবর্তে ৫ জানুয়ারি এবং ক্লাস ৫ জানুয়ারির পরিবর্তে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকা, ০৮ ডিসেম্বর (ওমেনআই)/এসএল/