মমতাজ ও গোলাপ বানু রোকেয়া পদক পেলেন

ওমেনঅাই: অধ্যাপক মমতাজ বেগম ও গোলাপ বানু এ বছরের রোকেয়া পদক পেয়েছেন। নারীর শিক্ষা, অধিকার ও দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য তাদেরকে এ পদক প্রদান করা হয়েছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার সকালে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক মমতাজ বেগম ও গোলাপ বানুর হাতে এ পদক তুলে দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সচিব তারিক-উল-ইসলাম।
নারী পুনর্বাসন বোর্ডের সদস্য হিসাবে মমতাজ বেগম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নির্যাতিত নারীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অন্য পদক পাওয়া গোলাপ বানুর প্রতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সমবায় সমিতির মাধ্যমে তিনি নারীর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রখেন।
ঢাকা, ০৯ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/