হাসপাতালে ৫ নারী দালাল আটক

ওমেনঅাই: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডের বর্হিবিভাগ থেকে ৫ নারী দালালকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের ফুসলিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
আটকরা হলেন- রাজিয়া বেগম (৫০), শোভা দে (৫০), মিতু রানী (৫০), জাহানারা বেগম (৪০) ও প্রমিতা দাশ (৪০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন থেকে একটি চক্র চমেক হাসপাতাল বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুসলিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কাজ করতেন। এই অভিযোগের ভিত্তিতে হাসপাতালের পরিচালকের নির্দেশে সকালে গাইনি ওয়ার্ডের বর্হিবিভাগ থেকে পাঁচ জনকে আটক করা হয়।’
আটকদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ০৯ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/